দেশজুড়ে

পপলু ও মাইশার কবরে ফুলেল শ্রদ্ধা

বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে কুমিল্লায় পেট্রলবোমায় নিহত যশোরের ব্যবসায়ী জাসদ নেতা নুরুজ্জামান পাপলু ও তার মেয়ে মাইশা তাসনিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথম হত্যাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে শহরের ঘোপ কবরস্থানে জেলা জাসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাধারণ সম্পাদক অশোক রায়, সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস, নিহত নুরুজ্জামান পপলুর ভাই কামরুজ্জামান ডাবলু প্রমুখ।২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে যশোরের ঠিকাদার জাসদ নেতা নুরুজ্জামান পাপলু ও তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী মাইশা তাসনিমসহ আটজনকে পুড়িয়ে হত্যা করা হয়। সেই সময় নিহত আটজনের মধ্যে সাতজনকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর কুমিল্লার আমলি আদালত-৫ এর বিচারক মুনতাসির আহমেদ নিহত পপলু ও মাইশার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এরপর ২১ জানুয়ারি যশোর শহরের ঘোপ কবরস্থান থেকে পপলু ও মাইশার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। এর আগে কক্সবাজারের চকরিয়া থেকে মো. ইউছুফ ও রাশেদুল ইসলাম বাদশার কঙ্কাল ময়নাতদন্ত করা হয়। সর্বশেষ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার গজারিয়া গ্রামের আবদুর রহমান ওরফে ওয়াসিমের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়া নরসিংদীর আরো দুইজনের মরদেহ উত্তোলন বাকি আছে। ওই দুইটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেই দ্রুত চার্জশিট দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মুহাম্মদ ইব্রাহিম।মিলন রহমান/এআরএ/আরআইপি

Advertisement