নরসিংদী বাজারে প্রকাশ্যে গুলি করে বিকাশের এক কর্মীর কাছ থেকে এক লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের গুলিতে রাজন পাল (২২) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ব্যবসায়ীরা রাসেল মিয়া (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার দুপুরে বাজারের ফলপট্টিতে এই ঘটনা ঘটে।এদিকে, নরসিংদী বাজারে একের পর এক টাকা ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কিন্তু সামাজিক ও রাজনৈতিক সম্মিলিত উদ্যোগ এবং পুলিশের সদিচ্ছার অভাবে তা রোধ সম্ভব হচ্ছেনা।পুলিশ সূত্রে জানা যায়, বিকাশের মাঠকর্মী হামিদুল ইসলাম সোহাগ এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বাজারের ভেতর দিয়ে অফিসে ফিরছিলেন। দুপুর ১টার দিকে তিনি ফলপট্টিতে পৌঁছলে তিনজনের এক ছিনতাইকারী দল তার উপর হামলা চালায়। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে এক লাখ ২৩ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। ওই সময় সে আত্মচিৎকার করলে বাজারের ব্যবসায়ীরা ছিনতাইকারীদের ধাওয়া করে। এতে ছিনতাইকারীরা ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালালে রাজন পাল নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তারপরও ব্যবসায়ীরা ধাওয়া করে দত্তপাড়া এলাকার রাসেল মিয়া নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটক ছিনতাইকারী রাসেল মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যবসায়ী রাজন পালকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।বাজারের বণিক সমিতির নেতারা জানায়, গত এক বছরের ব্যবধানে নরসিংদী বাজারে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধ-শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা নগদ টাকায় ব্যাংকে লেনদেন করতেও ভয় পাচ্ছে। বাজারে গুটিকয়েক পুলিশ নামমাত্র দায়িত্ব পালন করলেও ছিনতাই রোধে তেমন কোনো ভূমিকা পালন করতে পারছে না। সর্বশেষ গত সোমবার সকালে বাজারের নারিকেল পট্টিতে অবস্থিত ভাই ভাই চিড়া মিলে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ আড়াই হাজার টাকা লুট করে নিয়ে যায়।নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার বলেন, দুটি সন্ত্রাসী গ্রুপ বাজারকে অস্থিতিশীল করে রাখছে। এর একটি পক্ষে নেতৃত্ব দিচ্ছে ছানা আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে আলী। ছানা গ্রুপের মধ্যে রয়েছে সুমন, গাফফার, ছাত্তার ও আজাহার। আর আলী গ্রুপের রাহাত ও রাসেল অন্যতম। আজকের ছিনতাইয়েল ঘটনাটি ঘটিয়েছে আলী গ্রুপের। আলী নিজে ঘটনার সময় প্রকাশ্যে গুলি চালিয়েছে। পুলিশের নিকট বারবার ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবসা নেয়ার আহ্বান জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেনা। এমনকি আমরা ধরে দিলে কয়েকদিনের মধ্যেই তারা জামিনে বেরিয়ে পড়ছে। এতে করে বাজারের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে।এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোর্শেদ বলেন, বিকাশের মাঠকর্মী হামিদুল ইসলাম সোহাগ বাদী হয়ে এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত রাসেলকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতার ও লুটকৃত টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।সঞ্জিত সাহা/এআরএ/আরআইপি
Advertisement