খেলাধুলা

এশিয়া কাপেও খেলবে বিশ্বকাপের দল!

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের আগেই এশিয়া কাপের মঞ্চে নামবে মাশরাফিরা। অথচ এশিয়া কাপের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। যদিও বিশ্বকাপের দল থেকে এশিয়া কাপের দলে খুব বেশি পার্থক্য থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক বলেন, ‘এশিয়া কাপের দল আমরা দিয়ে দিব। খুব কাছাকাছিই সময়েই। কেননা আমাদের দেশে এতোবেশি খেলোয়াড় নাই যে একটা টুর্নামেন্টের মাঝে বড় পার্থক্য হবে। এর কাছাকাছি একটা দল দিব। এরজন্য আরো ৫-৬ দিন অপেক্ষা করতে হবে।’এ মাসের শেষ দিকে প্রথমবারের মত সন্তানের পিতা হতে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে তাই এশিয়া কাপে নাও খেলতে পারেন তিনি। বোর্ডের কাছে ছুটি চেয়ে আবেদনও করেছেন তামিম। শেষ মুহূর্তে তামিমের ছুটি মঞ্জুর হলে তার পরিবর্তে ইমরুল কায়েস দলে অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানালেন ফারুক।বিশ্বকাপের আগে এশিয়া কাপকে আবারও পরীক্ষা-নিরীক্ষার সিরিজ ভাবছেন কি না এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘আমার মনে হয় আমরা এশিয়া কাপে চেষ্টা করছি একটা সেট কম্বিনেশন দাঁড় করাতে। এশিয়া কাপ একটা বড় টুর্নামেন্ট যেখানে আমরা ভালো করতে চাই। তারপরে তো আরো বড় টুর্নামেন্ট। ওইটাতেও ভালো করতে চাই। তো বলতে পারি কাছাকাছি দলই দেখতে পারবেন।’আরটি/আইএইচএস

Advertisement