দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতবছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। ফলে এক মাসের ব্যবধানে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৪ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮১৫ টাকা বা ২৮ দশমিক ৮০ শতাংশ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৮৭ টাকা। ডিসেম্বরের’১৫ রাজস্ব ডিএসইতে রাজস্ব আদায় হয়েছিল ১১ কোটি ৬ লাখ ৬০ হাজার ২৭২ টাকা। অর্থাৎ ডিসেম্বর’১৫ এর তুলনায় জানুয়ারিতে’১৬ রাজস্ব আদায় বেড়েছে ৪ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮১৫ টাকা বা ২৮ দশমিক ৮০ শতাংশ। জানা গেছে, শেয়ারবাজারের আদায়কৃত যে রাজস্ব ডিএসই সরকারের কাছে জমা দেয় তা দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে সংগৃহীত।জানুয়ারিতে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ১১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৩০৭ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৯ কোটি ১৬ লাখ ১১ হাজার ৯৬২ টাকা। সেই তুলনায় জানুয়ারিতে সদস্য প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৩৪৫ টাকা বা ১৯ দশমিক ২৮ শতাংশ। উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে জানুয়ারিতে রাজস্ব আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৭৮০ টাকা। যা ডিসেম্বর‘১৫ তুলনায় ২ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৪৭০ টাকা বা ৫৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। ডিসেম্বর‘১৫ তে ডিএসই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল ১ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ৩১০ টাকা।আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই ২০১৪-১৫ হিসাব বছরের ফেব্রুয়ারি মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।এসআই/জেএইচ
Advertisement