খেলাধুলা

চিপস নিয়ে লিনেকারের সঙ্গে মেসির লড়াই (ভিডিও)

একজন কিংবদন্তী ইংলিশ ফুটবলার, অন্যজন ইতিমধ্যেই কিংবদন্তী হয়ে গেছেন। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। শেষের জনকে পরিচয় করিয়ে দেয়ার আগেই সবাই নিশ্চিত বুঝে গেছে, কার কথা বলা হচ্ছে। লিওনেল মেসি। তবে প্রথম জনকে পরিচয় করিয়ে দিতে হবেই। তিনি গ্যারি লিনেকার। নাম শুনেই সবার চেনার কথা। তো, দুই প্রজন্মের দুই কিংবদন্তির মধ্যে সামান্য এক প্যাকেট চিপস নিয়েই কি না লেগে গেলো ঝগড়া, মারামারি, কাড়াকাড়ি।এটা কোন ভিডিও গেমসের খেলা নয়। বাস্তবেই ঘটেছিল এমন ঘটনা। অবিশ্বাস্য হলেও, সত্যি। মূল ঘটনা হলো, মন দিয়ে টেবিল ফুটবল খেলছিলেন লিওনেল মেসি। একেবারে গোল করার আগ মুহূর্তেই মেসির মনসংযোগে বিঘ্ন ঘটালেন কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার। গ্যারি লিনেকারকে চিপস খেতে দেখেই ক্ষেপে উঠলেন মেসি।এক প্যাকেট অনিয়ন ও চিজ ক্রিস্পের জন্য এলএমটেন এমনভাবে টেবিল ফুটবলকে লাথি দিলেন যে ওটা নানা বাঁক খেয়ে এসে ধাক্কা দিল একটি ট্রফিতে। সেটা কাত হয়ে গিয়ে পড়ল একেবারে লিনেকারের মাথার ওপর। আর যায় কোথায়, সঙ্গেসঙ্গে লিনেকারের হাত থেকে চিপসের প্যাকেট ছিনিয়ে খেতে শুরু করে দিলেন মেসি!এতক্ষণ নিশ্চয় শ্বাসরূদ্ধ করে ঘটনাটা গেলার চেষ্টা করছিলেন আর ভাবছিলেন, এমন ঘটনাও ঘটা সম্ভব? সম্ভব। বাস্তবে হলেও এটা আসলে একটি বিজ্ঞাপন চিত্রে। বিখ্যাত ওয়াকার্স ক্রিস্প (চিপস) চ্যাম্পিয়ন্স লিগের স্পনসর হয়েছে। ওয়াকার্সের নতুন মজাদার বিজ্ঞাপনে তাই এভাবেই শ্যুটিং করতে দেখা গেলো মেসি এবং লিনেকারকে। ইতিমধ্যেই ইউটিউবে এই ভিডিও সাড়া ফেলে দিয়েছে ভক্তদের মধ্যে।আইএইচএস/আরআইপি

Advertisement