জনপ্রিয় সুরকার রাজন সাহার সুরে ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ‘মেঘলা মন’ শিরোনামের গানটি লিখেছেন ড. আতিউর রহমান।এর সংগীতায়োজন করেছেন আমজাদ (তাল কাচারি)। খুব শিগগিরই শুরু হবে এর মিউজিক ভিডিওর শুটিং। এটি নির্মাণ করবেন চন্দন চৌধুরী। সিডি চয়েসের ব্যানারে এই একটি গান ও তার মিউজিক ভিডিও নিয়ে প্রকাশিত হবে একটি অ্যালবাম।এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানটির কথা এবং সুর আমার ভালো লেগেছে। বেশ মিষ্টি সুর হয়েছে। আর কথাগুলো মন ছুঁয়ে যায়। এখন তো মিউজিক ভিডিওর সময় তাই সিঙ্গেল ট্র্যাকের কদর বাড়ছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’অন্যদিকে সুরকার রাজন সাহা বলেন, ‘চেষ্টা করেছি ফাহমিদা আপা যে ধরণের গান করেন তার বাইরে গিয়ে একটি গান করার। এখন বাকিটা নির্ভর করছে শ্রোতাদের উপর। আশাকরছি গানটি শুনে শ্রোতারা হতাশ হবেন না।’এলএ/আরআইপি
Advertisement