ক্যাম্পাস

জাবিতে বাংলাদেশ পরিকল্পনা ও গবেষণা সম্মেলন শুক্রবার

‘উন্নয়নশীল দেশের প্রেক্ষিতে পরিকল্পনা ও উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে আগামী শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী প্রথম ‘বাংলাদেশ পরিকল্পনা ও গবেষণা সম্মেলন-২০১৬’। বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে সার্বিক দিক তুলে ধরেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের সভাপতি ড. এম শফিক-উর রহমান। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠিতব্য এই সম্মেলন শিক্ষা, গবেষণা, এবং কারিগরি ক্ষেত্রে কর্মরতদের জন্য দক্ষতার বৃদ্ধিতে কাজ করবে। সম্মেলনে আগত ২০০ ডেলিগেটদের মধ্যে প্রায় ৩০ জন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবেন। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়বস্তু নগর প্রেক্ষাপট, যোগাযোগ ব্যবস্থা, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন, স্থানীয় সরকার ব্যবস্থা টেকসই প্রাকৃতিক ব্যবস্থা, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন, পরিকল্পনায় আইসিটির ভূমিকা। সম্মেলনের ২টি প্যারালাল সেশনে ৮৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। এই সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর গবেষণাপত্র সমূহ আলাদাভাবে প্রকাশিত হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, উপ- উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, জেনারেল ইকোনোমিক ডিবিশনের অধ্যাপক শামসুল আলম প্রমুখ। হাফিজুর রহমান/জেএইচ/এমএস

Advertisement