জাতীয়

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করছে পরিবেশ উৎসব

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত পরিবেশ উৎসবে অংশ নিয়েছে রাজধানীর ২০০টিরও বেশি স্কুলের শিক্ষার্থীরা। বিজ্ঞান উৎসব কিংবা গণিত অলিম্পিয়াডসহ নানা আয়োজনে অংশ নিলেও পরিবেশ উৎসবে এবারই প্রথম অংশ নিয়েছে স্কুল শিক্ষার্থীরা।

Advertisement

শুক্রবার (১৯ আগস্ট) উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ উৎসবে অংশ নেওয়ার মাধ্যমে তাদের সন্তানরা পরিবেশ নিয়ে নিজেদের ভাবনা বিনিময় করতে পারছে। পরিবেশ নিয়ে চিন্তাভাবনার পাশাপাশি নতুন করে সচেতনতার বিকাশ ঘটছে শিক্ষার্থীদের মধ্যে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে দেশে প্রথমবারের মতো শুরু হয় জাতীয় পরিবেশ উৎসব। উদ্বোধন করেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার ও আরএফএল গ্রুপের সহযোগী টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান।

দ্বিতীয় দিনের উৎসব শুরু হয় শুক্রবার সকাল ৯টায়। গতকালের মতো আজও দিনব্যাপী এ উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড, কুইজ, কর্মশালা, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Advertisement

আরও ছিল বিতর্ক প্রতিযোগিতা, ব্যবসায়িক উদ্যোগ অন্বেষণ, চলচ্চিত্র প্রদর্শনীর মতো আয়োজন। এসব আয়োজনে ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আফিজ আহমেদ বাঁধন জাগো নিউজকে বলে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিয়েছে। পরিবেশ নিয়ে কে কেমনভাবে চিন্তা করে তা এখানে এসে বুঝতে পারছি। বেশকিছু ইভেন্টে অংশ নিয়ে ভালো লেগেছে।

রাজধানীর খিলগাঁওয়ের পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাফসান রায়হান বলে, পরিবেশ নিয়ে গতকাল এনভায়রনমেন্টাল কুইজ, বিতর্ক প্রতিযোগিতাসহ বেশ কয়েকটি ইভেন্টে অংশ নিয়েছিলাম।

‘আজও দুটি ইভেন্টে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে। বিভিন্ন স্কুলের অনেকেই এ উৎসবে অংশ নিয়েছে। বিতর্কে পরিবেশবিষয়ক বিভিন্ন বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে।

Advertisement

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরিবেশ নিয়ে জাতীয় উৎসব এর আগে কখনো হয়নি। আয়োজনটি ব্যতিক্রমধর্মী। এখানে পরিবেশ নিয়ে বেশ কিছু ইভেন্ট রাখা হয়েছে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বেশ আনন্দ নিয়েই ইভেন্টগুলোতে অংশ নিচ্ছে।

তারা আরও জানান, এ উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সন্তানেরা নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারছে। একই সঙ্গে তাদের মধ্যে পরিবেশ নিয়েও সচেতনতা সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতে কাজে লাগবে।

ইউথপ্রেনার নেটওয়ার্কের অপারেশন ম্যানেজার মাশফিকুর রহমান মুন্না জাগো নিউজকে বলেন, পরিবেশ নিয়ে শিক্ষাথীদের সচেতন করতেই আমাদের এমন আয়োজন। শিক্ষার্থীরা সচেতন হলে তারা অন্যদেরও সচেতন করতে পারবে।

‘পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কিংবা নতুন করে সচেতনতা তৈরি করতে আমরা বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছি। এতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। শিক্ষার্থীদের নিজেদের মধ্যে এ চিন্তাভাবনা ও সচেতনতা পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএসএম/এসএএইচ/জিকেএস