বরগুনার আমতলীতে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) পায়ার নদীতে এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আমতলী বাজারে ১৫ হাজারে বিক্রি হয়।
Advertisement
স্থানীয়রা জানান, উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের মো. নাননু বয়াতি বড়শি দিয়ে মাছ ধরেন। বৃহস্পতিবার বিকেলে পায়রা নদীতে তিনি বড়শি পেতে মাছের জন্য অপেক্ষা করছিলেন। রাত ৮টার দিকে বুঝতে পারেন তার বড়শিতে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে মাছটি ধরে রাত ৯টার দিকে আমতলীর বাজারের নাহিদ মৎস্য আড়তে নিয়ে যান। ১৫ কেজি ওজনের মাছটি জব্বার চৌকিদার নামের একজন বিক্রেতা ফরিদপুরের এক ব্যবসায়ীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।
নাহিদ মৎস্য আড়তের মালিক মো. ফোরকান চৌকিদার বলেন, এত বড় নদীর পাঙাশ অনেক দিন ধরা পড়েনি। আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মো. শহিদুল ইসলাম বলেন, নদীতে বিভিন্ন সময় মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ অবাধ চলাচলের সুযোগ পাওয়ায় দ্রুত বৃদ্ধি পেয়েছে।
আরএইচ/এমএস
Advertisement