দুনিয়াতে সন্তান-সন্ততি ও ধন-সম্পদ মানুষের জন্য আল্লাহ তাআলার নিয়ামাত। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরিশ্রম ও চাওয়ার মাধ্যমে সম্পদ দান করলেও তার রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন উপায় শিখিয়েছেন। আর সন্তান-সন্ততি আল্লাহ তাআলা বান্দাকে নিজ অনুগ্রহে দান করেছেন। হাজারো চেষ্টা ও পরিশ্রম করে একজন সন্তান লাভ করা যায় না। তাই দুনিয়ার সকল অনিষ্ট থেকে ছোট বাচ্চাদের জন্য কল্যাণ কামনা করে দোয়া করা প্রত্যেকর উচিত। যা শিখিয়েছেন রাসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়ার মাধ্যমে তাঁর আদরের নাতি হাসান-হুসাইনের জন্য পরিত্রাণ চাইতেন-উচ্চারণ : আউ`জু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিং কুল্লি শাইত্ব-নিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিং কুল্লি আ`ইনিল লা-ম্মাহ।অর্থ : ‘প্রত্যেক শয়তান হতে আল্লাহর পূর্ণ কালেমা দ্বারা তোমাদের দু’জনের জন্য পরিত্রাণ চাচ্ছি। আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হতে।’ (বুখারি, মিশকাত)সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ছোট বাচ্চাদের সকল প্রকার কুদৃষ্টি, ক্ষতিকর প্রভাব, বিষাক্ত প্রাণী ও সকল প্রকার বিপদাপদ থেকে হিফাজত করুন। আমিন।এমএমএস/এমএস
Advertisement