দেশজুড়ে

ধরে নিয়ে যাওয়া যুবককে ফেরত দিলো বিএসএফ

মেহেরপুর মুজিবনগর সীমান্তের স্বাধীনতা সড়কের নোম্যান্সল্যান্ড থেকে রাসেল নামে এক দর্শনার্থীকে ধরে নিয়ে যাওয়ার চার ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প।

Advertisement

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ১০৫ নং আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে নোম্যান্সল্যান্ডের ভেতর থেকে তাকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। রাসেল কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের জামাল উদ্দীনের ছেলে।

৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাসেল নামে ওই পর্যটক ভুলক্রমে নোম্যান্সল্যান্ডের কাছে চলে গেলে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে ভারতের হৃদয়পুর ক্যাম্পে রাখেন। খবর পেয়ে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫ এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

Advertisement

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম এবং ছয় সদস্যের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সন্তোষ কুমার।

মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম আরও বলেন, বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে রাসেলকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার নামে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলার প্রস্তুতি চলছে।

আসিফ ইকবাল/এমআরআর

Advertisement