দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্কিং স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চুক্তি সাক্ষর করেছে। বুধবার রাজধানীর ইউজিসি মিলনায়তনে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়েছে।ইউজিসি’র পক্ষে ইউজিসি সচিব ড. মো. খালেদ এবং ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ চুক্তিতে স্বাক্ষর করেন। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।চুক্তিতে সাক্ষরকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অভ প্রফেশনালস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, বিশ্বায়নের এই যুগে বিশ্ব জ্ঞান ভাণ্ডারের সঙ্গে সংযুক্ত হতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ক্যাম্পাস নেটওয়ার্কিং জরুরি। জ্ঞানভিত্তিক সমাজে নতুন জ্ঞান সৃজন ও তা বিতরণের জন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট কানেকটিভিটির কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য ড. মো. মোখলেছুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার মো. মোখলেছুর রহমান।এনএম/আরএস
Advertisement