আগের ম্যাচেই পাকিস্তান ও শ্রীলংকা- দু’দলই নিশ্চিত করেছিল শেষ আট। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। আর তাতে লংকান যুবাদের ২৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে পাকিস্তান। ফলে শেষ আটের লড়াইয়ে সোমবার ফতুল্লায় ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে পাকিস্তান। আর রোববার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা।পাকিস্তানের দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলংকান যুবাদের। দলীয় ২১ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে তারা। তবে তিন নম্বরে নেমে একপ্রান্তে দারুণ ব্যাটিং করেন কামিন্দু মেন্ডিস। পঞ্চম উইকেট জুটিতে ভিসাদ রান্দিকা ডি সিলভাকে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে দলকে দারুণ দারুণ অবস্থানে নিয়ে যান মেন্ডিস। কিন্তু দলীয় ১৪৭ রানে মেন্ডিসের বিদায়ের পর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ৪৬.৪ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় লঙ্কান যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন মেন্ডিস। ১০৪ বল মোকাবেলা করে ৫টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ৭১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন রান্দিকা ডি সিলভা। আট নম্বরে এক প্রান্তে ২১ রান করে অপরাজিত থাকেন দিমাথা সিলভা। পাকিস্তানের পক্ষে সাদাব খান ৩১ রানে ৩টি উইকেট নেন। এছাড়া সামিন গুল, হাসান মহসিন ও আহমেদ সফিক ২টি করে উইকেট নেন।বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। হাসান মুহসিন ছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়ে তা ধরে রাখতে না পারায় বড় টার্গেট দিতে পারেনি দলটি। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা মুহসিন এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। ৮৬ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে ১টি ছয়ে ৮৬ রান করে এই ব্যাটসম্যান। এছাড়া সালমান ফায়াজ ৩৩, মোহাম্মদ উমর ২৬ ও সাইফ বদর করেন ২৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে তারা। শ্রীলঙ্কার হয়ে থিলান নিমেশ, ওয়ানিডু হাসারাঙ্গা ও দামিথা সিলভা দুটি করে উইকেট নেন। চারিথ আসালানকা ও আসিথা ফার্নান্ডো নেন একটি করে উইকেট।আরটি/আইএইচইএ/এমএস
Advertisement