রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মারুফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুরের রেলওয়ে কলেজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মো. মারুফ পরিবারের সঙ্গে শাহজাহানপুরের মুগদা গলির মানিক নগর এলাকায় বসবাস করতো।
Advertisement
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মারুফের বাবা মাসুম বলেন, খবর পেয়ে রেলওয়ে কলোনি কলেজমাঠ এলাকায় গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মারুফ। উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কে বা কারা আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে এখনো কিছু জানি না।
Advertisement
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম