ধর্ম

কাউকে বিদায় জানানোর নিয়ম ও দোয়া

বিদায় মুহূর্তে দোয়া করতে বলেছেন নবিজি। তিনি নিজেও কাউকে বিদায় দেওয়ার সময় দোয়া করতেন। কাউকে  বিদায় দেওয়ার সময় যে দোয়া পড়া হয়; দোয়াকারী ব্যক্তিও এ দোয়ার বরকত পেয়ে থাকেন। আবার বিদায় জানানোর সময় করণীয় কি সে সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে বিদায়ের সময় পড়া দোয়া ও করণীয় কী?

Advertisement

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো কোনো লোককে বিদায় কালে তার হাত ধরতেন, বিদায়ী ব্যক্তি হাত না ছাড়লে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত ছাড়তেন না। বিদায়ের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-

اَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَ أَمَانَتَكَ وَ خَوَاتِيْمَ عَمَلِكَ زَوَّدَكَ اللهُ التَّقْوَى وَ غَفَرَ ذَنْبَكَ وَ يَسَّرَلَكَ الْخَيْرَ حَيْثُ مَا كُنْتَ

উচ্চারণ : ‘আসতাওদিয়ুল্লাহা দিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ঝাওয়্যাদাকাল্লাহুত তাকওয়া ওয়া গাফারা জামবাকা ওয়া ইয়াস্‌সারা লাকাল খাইরা হাইছু মা কুংতা।’ (আবু দাউদ, তিরিমিজি, মিশকাত)

Advertisement

অর্থ : তোমার দ্বীন, তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর ওপর সোপর্দ করলাম। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন। তোমার গুনাহ ক্ষমা করে দেন। আর তুমি যেখানেই থাক, যে কাজই কর, আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজসাধ্য করে দেন।’

হাদিসের অন্য বর্ণনায় এসেছে, এ সময় বিদায় নেওয়া ব্যক্তির জন্য বা ঘরে অবস্থানকারী ব্যক্তির জন্য এ দোয়াও করা যেতে পারে-

اَسْتَوْدِعُكُمُ اللهَ الَّذِىْ لَا تَضِيْعُ وَ دَائِعُهُ

উচ্চারণ : ‘আসতাওদিয়ুকুমুল্লাহাল্লাজি লা তাদিয়ু ওয়া দায়িয়ুহু।’

Advertisement

অর্থ : ‘আমি তোমাদেরকে সে আল্লাহর কাছে গচ্ছিত রাখছি; যার কাছে গচ্ছিত সম্পদ নষ্ট হয় না।’ (ইবনে মাজাহ)

বিদায় মুহূর্তের একটি করণীয় হলো-

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো কোনো লোককে বিদায় দেওয়ার সময় তার হাত ধরতেন, বিদায়ী ব্যক্তি হাত না ছাড়লে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তার হাত ছাড়তেন না। তাই এখনও যারা বিদায় নেওয়ার সময় একে অপরের হাত ধরেন তবে জোরপূর্বক হাত না ছেড়ে স্বাভাবিকভাবে একে অপরের হাত ছাড়িয়ে নেবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর একে অপরকে বিদায় জানানোর সময় উল্লেখিত দোয়াটি দুটি বেশি বেশি করার তাওফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুন। আমিন।

এমএমএস/জিকেএস