খেলাধুলা

ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

ভারতের জাতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংয়ের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা, যৌন নির্যাতন, প্রতারণার অভিযোগ দায়ের করেছে ভারতীয় এই নারী বৃটিশ নাগরিক। ওই ব্রিটিশ মহিলার দাবি, তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়েছেন সর্দার। ২১ বছরের ওই ব্রিটিশ নাগরিকের দাবি, তার সঙ্গে সর্দারের পরিচয় হয়েছিল ২০১২ সালে, লন্ডন অলিম্পিকের সময়ে। তিনি বলেছেন, চার বছর আগে তাদের বাগদান হয়েছিল। ২০১৫ সালে সর্দার জোর করে তার গর্ভপাত করান বলেও দাবি করছেন ব্রিটিশ মহিলা। তিনি আরও অভিযোগ করে বলেন, গর্ভপাতের পরে সর্দার তার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি, বিয়েও করতে চাইছেন না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই মহিলা। তবে এখনও এফআইআর দায়ের করা হয়নি। লুধিনায়ার পুলিশ কমিশনার পি এস উমরানানগাল বলেছেন, অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সরদার ২০১২ সাল থেকে ভারতের হকি দলের অধিনায়ক। তিনি হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টও। এখন হকি ইন্ডিয়া লিগে পাঞ্জাব ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। এর আগে গত বছর ওয়ার্ল্ড হকি লিগের সময় একটি হোটেলে এই নারীকে সরদার লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছিল। এমআর/পিআর

Advertisement