রাজধানীর হাতিরপুল বাজারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় কয়েকটি মাংসের দোকান থেকে পচা মাংস জব্দ করা হয়। যেগুলো ৭৫০ টাকায় বিক্রি হতো।
Advertisement
এছাড়া একই অভিযানে জব্দ করা হয় পচা মাছ। অভিযানের সময় বাজারের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।
বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে।
অভিযানের সময় হাতিরপুল বাজারের ১১৫ নম্বর মাংসের দোকানে প্রায় ২০ কেজি মাংস পাওয়া যায়। যা কয়েকদিন আগের পচা। এসব মাংস লুকিয়ে রাখা হয়েছিল।
Advertisement
এই দোকানে থাকা নান্নু মিয়া বলেন, এটি বাবুল মিয়ার মাংসের দোকান। তিনি এসব মাংস যাত্রাবাড়ী থেকে এনেছেন। এগুলো ৬৭০ টাকা দরে কিনে ৭৫০ টাকায় বিক্রি হতো।
এদিকে হাতিরপুল বাজারের ১১২ নম্বর মাংসের দোকানের ফ্রিজে আরও প্রায় ৩০ কেজি মাংস মেলে। যা কয়েকদিন আগের। নমুনা পরীক্ষার জন্য এগুলো জব্দ করা হয়েছে।
নিরাপদ খাদ্যের সদস্য শাহনেওয়াজ দিলরুবা খানম বলেন, দোকানে পাওয়া প্রায় ২০ কেজি মাংস পচা ছিল, যা গন্ধ ছড়াচ্ছে। দ্বিতীয় দোকানের মাংসগুলো পচা কি না তা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এরপর হাতিরপুল বাজারে একইভাবে মাছের দোকানগুলো থেকে প্রায় ৩০ কেজির মতো মাছ জব্দ করা হয়। যেগুলোও ছিল পচা।
Advertisement
এনএইচ/জেডএইচ/এএসএম