সাহিত্য

রবীন্দ্রনাথকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন

রবীন্দ্রনাথকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অধ্যাপক আনোয়ারুল করিমের লেখা ‘এ গিফট অব দ্য মেজাই টু দ্য ওয়েস্ট’ ও ‘গ্লিম্পসেস অব বেঙ্গল-হিজ এক্সট্যাসি অ্যান্ড অ্যাগনি’ দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৬ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ প্রমুখ।

এ সময় ড. বিনয় জর্জ বাংলাদেশ ও ভারতের অনন্য বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যে বিশ্বকবির অবদান তুলে ধরেন। পাশাপাশি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে রবীন্দ্রনাথের ঐতিহ্য তুলে ধরতে নিয়মিত এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার ওপর আলোকপাত করেন।

Advertisement

তিনি আরও বলেন, বিশ্বকবির ঐতিহ্য রক্ষার প্রচেষ্টায় ভারতীয় হাইকমিশন শিলাইদহে ১৮.১৭ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র ভবন প্রতিষ্ঠায় সহায়তা করেছে।

এইচএ/এসএএইচ/জেআইএম