গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২১২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান আসে হাসান মহসিনের ব্যাট থেকে। বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে চাপে পরে পাকিস্তান। তবে পাকিস্তানের হয়ে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা হাসান মুহসিন এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকে। শেষ পর্যন্ত ৮৬ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে ১টি ছয়ে ৮৬ রান করে এই ব্যাটসম্যান। এছাড়া সালমান ফায়াজ ৩৩, মোহাম্মদ উমর ২৬ ও সাইফ বদর করেন ২৪ রান। শ্রীলঙ্কার হয়ে থিলান নিমেশ, ওয়ানিডু হাসারাঙ্গা ও দামিথা সিলভা দুটি করে উইকেট নেন। চারিথ আসালানকা ও আসিথা ফার্নান্দো নেন একটি করে উইকেট।এদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ‘বি’ গ্রুপের লড়াইয়ে জয়ী দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। আর হেরে যাওয়া দলটি গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ আটে পা রাখবে। গ্রুপ চ্যাম্পিয়ন দলটি কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপের রানার্স-আপ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আর গ্রুপ রানার্স-আপ দলটি ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবেলা করবে।এমআর/এমএস
Advertisement