আইন-আদালত

রেলস্টেশনে তরুণীকে হেনস্তা: হাইকোর্টে শিলার ৬ মাসের জামিন

 

নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাকের অজুহাতে এক তরুণীকে হেনস্তার ঘটনায় করা মামলায় শিলা আক্তার মারজিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই। শিলার আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

Advertisement

মঙ্গলবার (১৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মো. শোয়েব মুহিত। অন্যদিকে আসামি শিলা আক্তার মারজিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন।

আইনজীবী কামাল হোসেন জানান, জামিনের বিষয়ে করা আবেদনের ওপর গত রোববার ও আজ পর-পর দুইদিন শুনানি নিয়ে এই জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এর আগে নরসিংদীর আদালতে জামিন আবেদন খারিজ হওয়ার পরে হাইকোর্টে আবেদন করা হয়। জামিন আবেদনের গ্রাউন্ড হিসেবে বলা হয়, তিনি একজন নারী। নরসিংদী রেলস্টেশন ঢাকা রেঞ্জে হওয়ার পরেও মামলা করা হয়েছে ভৈরবে। এ ছাড়া ভিকটিম নিজে মামলা করেননি, আদালতের নির্দেশনার পরে মামলা হয়েছে। এসব বিষয়ে শুনানি নিয়ে জামিনের আদেশ দেন হাইকোর্ট।

Advertisement

এর আগে গত ৩০ মে নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাকের অজুহাতে এক তরুণীকে হেনস্তার ঘটনায় শিলা আক্তারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন এই আদেশ দেন।

গত ২৯ মে দিনগত রাত ৩টার দিকে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে শিলাকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, রেলস্টেশনে তরুণীকে লাঞ্ছিতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মূলহোতা শিলা আক্তার মারজিয়া ওরফে শায়লা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় শিলার খালার বাসায় অভিযান চালানো হয়। সেখানে থেকে রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রেলওয়ে পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর জামান রুমেল জানান, পরদিন (৩০ মে) সন্ধ্যায় গ্রেফতার শিলা আক্তারকে নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে সোপর্দ করা হয়।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরে তাকে কারাগারে পাঠান আদালত।

এর আগে গত ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিনসের প্যান্ট ও টপস। তাই দেখে স্টেশনে অবস্থানরত এক নারী প্রথমে ওই তরুণীকে আঘাত করেন ও পরে আরও কয়েকজন ব্যক্তি তার ওপর হামলার চেষ্টা চালান।

তরুণীকে হেনস্থা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার দুদিন পর নরসিংদী শহরের ইউএমসি জুট মিলের সামনে থেকে ইসমাইল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে সোপর্দ করা হয়।

ওই রাতেই নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে এক নারীসহ দুজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে আসামি করা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের আসামি করা হয়।

এফএইচ/এমএএইচ/কেএসআর/জিকেএস