জাতীয়

প্রাইভেটকারে গার্ডার: জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাব

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে পাঁচজন নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

Advertisement

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে পাঁচজন নিহতের ঘটনা মর্মান্তিক। এ ঘটনার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করেছে। গতকাল রাতে মামলার পর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেল জানান লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। গতকাল সোমবার ঢাকার দক্ষিণখানের কাওলা এলাকায় বউভাতের অনুষ্ঠান শেষে নবদম্পতি ও তাদের স্বজনেরা প্রাইভেটকারে করে আশুলিয়ায় যাচ্ছিলেন। বিকেল সোয়া চারটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে চলন্ত অবস্থায় প্রাইভেটকারটির ওপর বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ৫ জন।

Advertisement

টিটি/জেএইচ/জিকেএস