জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৩ ফেব্রুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সাব-রেজিস্ট্রার পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান’ নিয়ে জাগো জবসের ৪র্থ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : Which of the following is not true about Shakespeare?উত্তর : Novelist.২. প্রশ্ন : An elegy is a-উত্তর : poem of lamentation.৩. প্রশ্ন : Which of the following is chronologically in order?উত্তর : Shakespeare, Chaucer, Eliot, Donne.৪. প্রশ্ন : Ben Jonson introduced-উত্তর : Comedy of humours.৫. প্রশ্ন : A cliche is a-উত্তর : a worm out statement.৬. প্রশ্ন : What does ‘apartheid’ refer to?উত্তর : discrimination.৭. প্রশ্ন : ‘Renaissance’ means the-উত্তর : revival of learning.৮. প্রশ্ন : Fill in the blanks : If he hadn’t been so tired, he___ asleep so quickly.উত্তর : wouldn’t have fallen.৯. প্রশ্ন : What is the antonym of ‘Apex’?উত্তর : base.১০. প্রশ্ন : The word ‘ecological‘ is related to---উত্তর : environment.১১. প্রশ্ন : Which spelling is correct?উত্তর : lying.১২. প্রশ্ন : Handy is the synonym of-উত্তর : useful.১৩. প্রশ্ন : Choose the right preposition : ‘We shall refrain ----- doing it.’উত্তর : from.১৪. প্রশ্ন : Fill in the blank with the right word : ___now follows is a party political broadcast.উত্তর : What.১৫. প্রশ্ন : Which of the following is correct?উত্তর : Sophieles’s tragedies are famous.১৬. প্রশ্ন : সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?উত্তর : ২৮(২)।১৭. প্রশ্ন : ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?উত্তর : ৪টি।১৮. প্রশ্ন : মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের অবস্থান কত?উত্তর : ১৪২তম।১৯. প্রশ্ন : হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত?উত্তর : মৌলভীবাজার।২০. প্রশ্ন : বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়?উত্তর : ১৫ সেপ্টেম্বর।এসইউ/পিআর

Advertisement