সোশ্যাল মিডিয়া

‘মনে হচ্ছিল গাড়ির ভিতর আমরা সবাই’

রাজধানীর উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তারা হলেন- রুবেল, ঝরণা, ফাহিমা, জান্নাত ও জাকারিয়া।

Advertisement

তাদের মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন।

মর্মান্তিক এ ঘটনায় সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। তার সেই স্ট্যাটাস হুবহু তুলে ধার হলো-

Advertisement

জগতের অন্য কোন দেশে এরকম ফ্লাইওভার, বা ব্রিজের গার্ডার পড়ে নিচে পিষ্ট হয়ে পথচারী মারা গেছেন, এমন দুই একটি রেফারেন্স চাচ্ছিলাম মনের শান্তির জন্য। আমাদের তো অনেক হল।

সিসিটিভির ফুটেজে আজকে উত্তরার দুর্ঘটনার লাইভ দেখে আঁতকে উঠেছি। এরকম ব্যস্ত রাস্তায় কোনো প্রটেকশন না নিয়ে গার্ডার তোলা হচ্ছিল ট্রেইলারে। এরপর ক্রেন উল্টে সেই গাড়ির ওপর। বারবার আঁতকে উঠছিলাম। মনে হচ্ছিল গাড়ির ভেতর আমরা সবাই।

এএএইচ

Advertisement