রাজধানীর চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে লাগা আগুনে অগ্নিদগ্ধ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন স্বপন সরকার। ওমান যাওয়ার কথা ছিল তার। এজন্য দু’দিন পরেই তার ভিসার জন্য মেডিকেল চেকআপ করার কথা ছিল। এর মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় তার স্থান হলো রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে। তার মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
Advertisement
স্বপন সরকার সিলেটের হবিগঞ্জের বাসিন্দা। তিনি প্লাস্টিক কারখানা সংলগ্ন একটি হোটেলে কাজ করতেন।
সোমবার (১৫ আগস্ট) মিটফোর্ড হাসপাতালের মর্গের সামনে গিয়ে দেখা যায়, স্বপন সরকারের নাম ধরে বিলাপ করছেন তার দুই বড় ভাই সজল ও কাজল সরকার।
জানতে চাইলে তারা জাগো নিউজকে বলেন, স্বপন হোটেলে কাজ করতো। ওমান যাওয়ার ইচ্ছা ছিল তার। এখনো ভিসা হয়নি। কথা ছিল বাড়িতে গিয়ে মেডিকেল চেকআপ করবে সে। ব্যাগও গুছিয়ে রেখেছিল। কিন্তু ওর আর ওমান যাওয়া হলো না।
Advertisement
এর আগে দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিকেল সাড়ে ৫টার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে নেওয়া হয়। এসময় হাসপাতালের বাইরে স্বজদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রত্যেকেই তাদের স্বজনের ছবি নিয়ে বারবার ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছোটাছুটি করতে থাকেন।
এমআইএস/এমএএইচ/এএসএম
Advertisement