যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
Advertisement
দিবসটি উপলক্ষে সোমবার সকালে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস।
পরে বাংলাদেশ দূতাবাসের হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের তৃতীয় সচিব মো. তাসির উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোনেম হোসেন শাহরিয়াহ। জাতীয় শোক দিবস উপলক্ষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান ও তৃতীয় সচিব মো. তাসির উদ্দিন।
Advertisement
দূতাবাসে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার নেতা ও বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরাও গভীর শ্রদ্ধায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির জনকের জীবন ও কর্ম নিয়ে দূতাবাস হল রুমে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের আইন সহকারী ড. নাজমুল হাসান।
এমআরএম/এমএস
Advertisement