পাকিস্তান সীমান্ত সংলগ্ন জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা বাঙ্কারে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিন সেনা, চার হামলাকারী ও চার বেসামরিক নাগরিক রয়েছে। খবর এনডিটিভির।জম্মু অঞ্চলের আর্নিয়াতে বৃহস্পতিবার সকাল ৮টায় চালানো ওই হামলায় চার থেকে ছয়জনের একটি বিদ্রোহী দল অংশ নেয়। এ সময় সেনা সদস্য ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।বার্তা সংস্থা এএফপি’কে দেওয়া এক বক্তব্যে ভারতীয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শাকিল বেগ বলেন, ‘বাঙ্কারের ভেতরে ঢুকে চার থেকে ছয়জনের একটি বিদ্রোহী দল গুলি চালায়।’ ওই দলটি মারুতি কারে চড়ে বাঙ্কারে প্রবেশ করে। এ সময় তাদের গায়ে ভারতীয় সেনা সদস্যদের মতো পোশাক ছিল।
Advertisement