দেশজুড়ে

দিনাজপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

দিনাজপুরের পার্বতীপুরে কয়লা খনি এলাকায় ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার ভোর ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার হরিলাকুল গ্রামের মৃত নবাব আলীর ছেলে জাকিরুল ইসলাম (৪৫), মৃত কমির উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৩৮), মো. আব্দুল মালেকের ছেলে রেজাউল (৪২) এবং অশু সিংয়ের ছেলে দিলিপ সিং (৩৮)। আহতরা হলেন-নবাব আলীর ছেলে মজিবর রহমান (৫২), ইয়াকুব আলীর ছেলে আসাদ আলী (৪৮), আজগর আলীর ছেলে আতিয়ার রহমান (৫৩), মো. তছব উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৫৫) ও মৃত ওসমান গণির ছেলে তাহাজুল ইসলাম (৪০)।বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস জাগো নিউজকে জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ২৫-৩০টি ইউক্লাপিটাস গাছ কেটে ট্রাকে লোড করে দিনাজপুর আসার পথে মঙ্গলবার রাত ১টায় পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের বড়পুকুরিয়া কয়লা খনির সামনে  রাস্তার ধারে খাদে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা গাছের গুড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত-নিহতরা সকলেই একই এলাকার বাসিন্দা এবং শ্রমিক। আহত মজিবর রহমান, আসাদ আলীকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আতিয়ার রহমান, বাবুল মিয়া ও তাহাজুল ইসলামকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।এমদাদুল হক মিলন/এসএস/পিআর

Advertisement