নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার মেয়ে ও কেয়ারটেকার আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের জেলে পাড়াস্থ আহাদ আলী সরকারে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।এসময় দুর্বৃত্তরা তার দুই মেয়ের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ৬/৭ জনের সন্ত্রাসী দল গেটে গিয়ে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের খোঁজ করতে থাকে এবং বাড়ির কেয়ারটেকার বাবু শেখ এর কাছে আহাদ আলী সরকারের মোবাইল ফোন নম্বর চায়। এসময় কেয়ারটেকার মোবাইল ফোন নম্বর নেই বললে তাকে মারপিট করা হয়। পরে সন্ত্রাসীরা বাড়ির ভেতরে প্রবেশ করে আহাদ আলী সরকারের মেয়ে মৌসুমী ও মুক্তাকে মারপিট করে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানান, তিনি বাড়িতে ছিলেন না। দলীয় কাজে বাড়ির বাহিরে ছিলেন। মোবাইল ফোনে তার স্ত্রী তাকে সন্ত্রাসীদের হামলার কথা জানালে পুলিশ সুপারকে তিনি বিষয়টি অবহিত করেন। পরে খবর পেয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী মোবাইল ফোনে জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।বুলবুল আহমেদ/এসএইচএস
Advertisement