চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৮ কোটি ৫৫ লাখ টাকার চোরাচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ২৯ হাজার ৬১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ হাজার ২৯২ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৪২ কেজি গাঁজা, ২৫ হাজার ৫০৭ বোতল বিদেশি মদ, ১৫ হাজার ৪৪০ পিস উত্তেজক ট্যাবলেট, ১ হাজার ৭৪৩টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৬ লাখ ৮০ হাজার ৬৪৮ পিস অবৈধ ট্যাবলেট।আটককৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪১৬টি শাড়ি, ৭ হাজার ৪৩৯টি থ্রি পিস/শার্ট পিস, ২৩ হাজার ২৮৪ মিটার থান কাপড়, ৫ হাজার ৫৫টি তৈরি পোশাক, ১১ হাজার ৯৫৭ সিএফটি কাঠ, ১টি কষ্টি পাথর এবং ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ।এছাড়াও জানুয়ারিতে বিভিন্ন অভিযানে ৪টি পিস্তল, ০২টি বন্দুক এবং ৭ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি।চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৪১ জন বাংলাদেশি নাগরিককে আটক এবং ২২০ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করেছে বিজিবি।এআর/এসএইচএস
Advertisement