দেশজুড়ে

জোয়ারের পানিতে পটুয়াখালী শহরসহ অর্ধশত গ্রাম প্লাবিত

জোয়ারের পানিতে পটুয়াখালী শহরসহ অর্ধশত গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Advertisement

রোববার (১৪ আগস্ট) দুপুরের জোয়ারের পানিতে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকাসহ জেলার অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, রোববার দুপুরে জেলার প্রধান নদীগুলোর পানি অনেকটা বেশি ছিল। এর মধ্যে পায়রা নদীতে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

এদিকে, পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় লোহালিয়া নদীর বাঁধ উপচে বিভিন্ন পয়েন্ট দিয়ে শহরের মধ্যে হু হু করে পানি প্রবেশ করছে। এতে করে শহরের প্রধান সড়কেও হাঁটু পরিমাণ পানি জমেছে। এছাড়া স্বনির্ভর সড়ক, চরপাড়া, পুরান বাজার, মহিলা কলেজ সড়ক, পৌরসভা মোড়সহ অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

Advertisement

এছাড়া জেলার কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ২নং ওয়ার্ডের সিকদারবাড়ি সংলগ্ন এলাকার বেড়িবাঁধটি নিচু হওয়ায় বাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ করে ওই এলাকা প্লাবিত হয়। বাঁধটি উঁচু করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, জেলার সব নদীতেই আজ স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট পানি বেশি রয়েছে। এ কারণে অনেক এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/এএসএম

Advertisement