দেশজুড়ে

স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে দুলাল নামে এক স্কুলশিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

Advertisement

শনিবার (১৩ আগস্ট) বিকেলে পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুলাল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভুক্তভোগী শিশু জানায়, ‘আগেও বেশ কয়েকবার শিক্ষক দুলারের দ্বারা বলাৎকার শিকার হয়েছে সে। সর্বশেষ বৃহস্পতিবার আবার তাকে বলাৎকার করা হয়। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শনিবার শিক্ষককে গণপিটুনি দেন স্থানীয়রা।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুবা বেগম জাগো নিউজকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক এক ছাত্রের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন। তাই স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়েছেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে।’

Advertisement

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জাগো নিউজকে বলেন, ‘বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস