নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। কারখানা থেকে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ওই নারী শ্রমিককে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বখাটে শাকিল আহমেদকে মঙ্গলবার বিকেলে ফতুল্লার কুতুবপুর বৌবাজার এলাকায় থেকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল কুতুবপুর লাকীবাজার এলাকার মামুনের ছেলে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ওই নারী শ্রমিকের বরাত দিয়ে জানান, তিনি কুতুবপুর বৌবাজারস্থ একটি কারখানায় কাজ করেন। রোববার রাত ৯টায় কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে শাকিল ও জনি নামে দুই বখাটে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে কুতুবপুর রশিদ খানের পরিত্যক্ত বাড়িতে ধরে নিয়ে যায়। এসময় তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী শ্রমিক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করলে ধর্ষক শাকিলকে গ্রেফতার করা হয়। অপর আসামি জনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।শাহাদাত হোসেন/এআরএ
Advertisement