আশিক রহমান, মিশিগান
Advertisement
বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি মিশিগানে আগামী ১৯-২২ আগস্ট ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা দেওয়া হবে। হ্যামট্রামেক সিটির ৩১৪১ কনান্ট এভিনিউয়ের আমিন রিয়েলিটি অফিসে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট অ্যান্ড ভিসা) মোহাম্মদ আব্দুল হাই মিল্টনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় ইলেকট্রনিক্স পাসপোর্ট (ই-পাসপোর্ট), নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), দ্বৈত নাগরিকত্ব সনদ (ডিএনসি), অ্যাটেস্টেশন অব ডকুমেন্ট/পাওয়ার অব অ্যাটর্নি (পিওএ), বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিআরসি) সেবা দেওয়া হবে।
দূতাবাসের ওয়েব সাইট থেকে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারির পর যাদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মেয়াদোত্তীর্ণ হয়েছে তাদের নতুন করে পাসপোর্ট নবায়নের সুযোগ নেই। এমআরপির পরিবর্তেই পাসপোর্ট নেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
বর্তমানে ই-পাসপোর্ট নিতে হলে দূতাবাসের ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রটি গৃহীত হলে ফিঙ্গারপ্রিন্টের জন্য সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে। সর্বশেষ মোবাইল ওয়ার্ক স্টেশন সিলেক্ট করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে।
যারা ৫ বছরের জন্য ই-পাসপোর্ট করতে চান তাদের সাধারণ ডেলিভারির জন্য ১১০ ডলার অথবা এক্সপ্রেস ডেলিভারির জন্য ১৬৫ ডলার, আমেরিকায় পড়তে আসা ছাত্র/ ছাত্রীদের জন্য সাধারণ ডেলিভারি ৩৩ ডলার, এক্সপ্রেস ডেলিভারি ৪৯.৫০ ডলার, এনভিআর ৫০ ডলার, ডিএনসি ৭৭ ডলার, পিওএ ৮২.৫০ ডলার, বিআরসির নতুন ৬ ডলার ও রি- ইস্যুর ১০ ডলার ফি দিতে হবে।
তবে ক্যাশ ডলার/ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করা যাবে না। উল্লিখিত যে কোনো সেবা পেতে হলে জনসাধারণকে বাংলাদেশ দূতাবাসে মানি অর্ডার বা ক্যাশিয়ার চেক বা অফিসিয়াল চেক ফি হিসেবে দিতে বলা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়েছে, ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় প্রয়োজনীয় সহযোগিতা পেতে- ফারুক আহমেদ চান, আব্দূস শাকুর খান মাখন, আবু আহমেদ মুসা, মোহাম্মদ মোতালিব, আহাদ আহমেদ, সৈয়দ মতিউর রহমান, জাবেদ চৌধুরী ও সুমন কবিরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
Advertisement
ই-পাসপোর্ট পেতে এখানে আবেদন করুন www.epassport.gov.bd/onboarding
এমআরএম/এমএস