তথ্যপ্রযুক্তি

বাংলাফোনের সেবা না নিতে বিটিআরসির সতর্কতা

বাংলাফোন লিমিটেডের ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স বাতিল হওয়ায় প্রতিষ্ঠানটির কাছ থেকে টেলিযোগাযোগ সংক্রান্ত কোনো প্রকার সেবা না নিতে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং শাখার সিনিয়র সহকারী পরিচালক নাসিফা মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সর্তকতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের ২২ এপ্রিলে বাংলাফোন লিমিটেডের এনটিটিএন লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও প্রতিষ্ঠানটি মেয়াদ বাড়ানোর কোন প্রয়োজনীয়তা অনুভব করেনি। সুতরাং বর্তমানে তাদের কোনো লাইসেন্স নেই। প্রতিষ্ঠানটির কাছ থেকে যারা সেবা নিতে পূর্বে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এখন থেকে তারা আর চুক্তিবদ্ধ হবেন না। আর চুক্তিবদ্ধ হলে তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন ২০০১ মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আরএম/এসকেডি

Advertisement