বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় একটি সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে রেল লাইনে উঠে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ দিকে ঘটনাটি ঘটে।টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার জালাল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট ভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সেতু এলাকার পূর্ব থানার সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপরে উঠে যায়। এর পর থেকেই ওই লাইন দিয়ে সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।ট্রাকটি সরিয়ে নেয়ার কাজ চলছে। দ্রুত রেল যোগাযোগ স্বভাবিক হবে বলেও তিনি জানান।এমএএম/আরআইপি
Advertisement