প্রথম ম্যাচে ৩০৩ করেও হার, পরের ম্যাচে কাজে দিলো না ২৯০ রানের পুঁজি। টানা দুই ওয়ানডেতে জিম্বাবুয়ে ওমন ভালো খেলে জিতবে আর বাংলাদেশ এমনভাবে হারবে, কে ভেবেছিল?
Advertisement
ভাবতে পারেননি দলের ক্রিকেটাররাও। আজ শুক্রবার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে সে কথা অকপটে স্বীকার করেছেন এনামুল হক বিজয়।
প্রথম ম্যাচের হার নিয়ে বিজয় বলেন, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি। আমরা যতটুক পারফর্ম করব বলে আশা ছিল, সে অনুযায়ী করতে পারিনি। আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল সেটা।’
প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও প্রায় ৩০০‘র কাছাকাছি রান করেও হার মানা। জিম্বাবুয়ের রান তাড়া করা দেখে কেমন লাগছিল? উত্তর দিতে গিয়ে বিজয় জানালেন, দুই জিম্বাবুইয়ান সিকান্দার রাজা আর রেগিস চাকাবার ব্যাটিং দেখে তারা নার্ভাস হয়ে পড়েছিলেন।
Advertisement
বিজয় বলেন, ‘দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। মনে হয় যে এই একটা সিরিজ, যে সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’
ওয়ানডের আগে টি-টোয়েন্টি ফরম্যাটেও ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। বিজয় মানছেন, এই ফরম্যাটে বাংলাদেশ এখনও ভালো দল নয়, ‘আপনি যদি টি-টোয়েন্টি ধরেন, এটা আমরা সবাই অবগত আছি এবং বাংলাদেশের সবাই জানে যে আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না।’
তবে তার বিশ্বাস, এ ফরম্যাটেও ভালো করা সম্ভব। সেটা বিজয়ের একার অনুভব ও বিশ্বাস নয়। পুরো দলই বিশ্বাস করে টি-টোয়েন্টি ফরম্যাটেও ভালো খেলা সম্ভব।
বিজয় বলেন, ‘আমরা দলগতভাবে জানি আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। আমরা চেষ্টা করলে এখানেও ভালো করা সম্ভব। আমাদের বোলিং-ব্যাটিং দুই বিভাগের সবার সামর্থ্য আছে বিশ্বমঞ্চে ভালো পারফর্ম করার। একটু সময় লাগছে কিন্তু আমি এবং প্রতিটি খেলোয়াড়ই বিশ্বাস করি যে, আমরা ভালোভাবে ফিরতে পারব।’
Advertisement
এআরবি/এমএমআর/এএসএম