কমনওয়েলথ গেমসে পারেননি নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্ট আলী কাদের হক। তবে তাকে নিয়ে বিওএ কর্মকর্তাদের প্রত্যাশা ছিল, তুরস্কের কোনিয়ায় চলতি পঞ্চম ইসলামী সলিডারিটি গেমস।
Advertisement
শুরুতে চমক দেখিয়েছিলেন আলী কাদের হক ও তার সঙ্গে আবু সাঈদ রাফি। দুইজনই যখন ভোল্টিং টেবিলের ফাইনালে উঠেছিলেন তখন ধারণা করা হয়েছিল এই ইভেন্টে পদক একটা আসলেও আসতে পারে।
তবে ফাইনালে দুইজনের কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১২.৯৭৫ স্কোর করে ৮ জনের মধ্যে পঞ্চম হয়েছেন নিউজিল্যান্ডপ্রবাসী আলী কাদের। ষষ্ঠ হওয়া আবু সাঈদের স্কোর ১২.৩৫০।
১৪.৫৫০ স্কোর করে প্রথম আজারবাইজানের জিমন্যাস্ট ইভান তিখনভ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন স্বাগতিক তুরস্কের দুই জিমন্যাস্ট আদেম আসিল ও আহমেত অন্দের। তাদের স্কোর যথাক্রমে ১৩.৬২৫ ও ১৩.৬০০।
Advertisement
দলগতভাবে বাংলাদেশ ১২ দলের মধ্যে সৌদি আরব, কাতার, ইয়েমেন, জর্ডান, আলজেরিয়া ও পাকিস্তানকে পেছনে ফেলে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। আবু সাঈদ রাফি ইন্ডিভিজুয়াল অল অ্যারাউন্ডে ২৮ জনের মধ্যে ১৪তম হয়েছেন।
আরআই/এমএমআর/এএসএম