খেলাধুলা

ইতিহাস গড়ে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট, তার ধারেকাছেও নেই কেউ

টি-টোয়েন্টিতে নতুন নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ইতিহাসের প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে ৬০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি।

Advertisement

ব্রাভোর এই কৃতিত্ব যে কতটা অবিশ্বাস্য, তা প্রমাণ করে একটি পরিসংখ্যানই। ৬০০ উইকেটের ধারেকাছে তো পরের কথা, এই ফরম্যাটে কোনো বোলার ৫০০ উইকেটের ঘরেই প্রবেশ করতে পারেননি।

বৃহস্পতিবার দ্য হান্ড্রেডে ইনভিন্সিবেলসের বিপক্ষে ২৯ রানে ২ উইকেট নেন ব্র্যাভো। রাইলি রুশো আর স্যাম কুরানকে আউট করে ৬০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন ক্যারিবীয় তারকা।

ব্র্যাভোর পর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৪৬৬টি উইকেট নিয়েছেন তিনি।

Advertisement

৪৬০ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন ক্যারিবীয় আরেক তারকা সুনিল নারিন। তারপর আছেন যথাক্রমে ইমরান তাহির (৪৫১ উইকেট), সাকিব আল হাসান (৪১৮ উইকেট), লাসিথ মালিঙ্গা (৩৯০ উইকেট), সোহেল তানভির (৩৮০ উইকেট) এবং ওয়াহাব রিয়াজ (৩৭৯ উইকেট)।

এমএমআর/এএসএম