আইন লঙ্ঘনের দায়ে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের দুই কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হলো- আমান সী ফুড ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা ফিসারিজ লিমিটেড।মঙ্গলবার বিএসইসির ৫৬৫তম সভায় এ জরিমানা করা হয়। জানা গেছে, ঢাকা ফিশারিজ লিমিটেডের (Issuer) ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ লঙ্ঘন। অপরদিকে, ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সমাপ্ত ১ম প্রান্তিক আর্থিক প্রতিবেদন ৩১ ডিসেম্বর, ২০১৪ সময়ে সমাপ্ত অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০১৫ সময়ে সমাপ্ত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ (১৩) এবং কমিশনের নোটিফিকেশন নং- SEC/CMRRCD/2008-183/Admin/03-31 এর লঙ্ঘন। এসব কারণে ঢাকা ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। একই সঙ্গে প্রতিবেদন সমূহ নিয়ন্ত্রক সংস্থায় জমা না দেয়া পর্যন্ত প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করার সিদ্ধান্তও নেয় নিয়ন্ত্রক সংস্থ। এদিকে আমান সী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Issuer) এর ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থায় জমায় ব্যর্থ হওয়ায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ১২ ধারা লঙ্ঘন হয়। একইভাবে ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্ধ বার্ষিক এবং ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিক প্রতিবেদন জমা না দেয়ায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ১৩ নং ধারা এবং কমিশনের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত নোটিফিকেশন নং SEC/CMRRCD/2008-183/Admin/03-31 এর লঙ্ঘন হয়েছে। এসব সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশন আমান সী ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিবেদন সমূহ নিয়ন্ত্রক সংস্থায় জমা না দেয়া পর্যন্ত প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করার সিদ্ধান্তও নেয় নিয়ন্ত্রক সংস্থ। এসআই/জেএইচ
Advertisement