মাদারীপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. আরাফাত (৯) ও আব্দুর রহিম (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (১২ আগস্ট) দুপুরে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
Advertisement
শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দা এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরচান্দা এলাকার পদ্মা নদীতে গোসল করতে নামে সাত শিশু। এ সময় স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ডুবুরি নিয়ে তল্লাশি চালায় নৌপুলিশ। এ সময় শিবচর ফায়ার সার্ভিস সদস্যরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আরাফাত নামের শিশুটির মরদেহ উদ্ধার হলেও শিশু আব্দুর রহিম নিঁখোজ থাকে। শুক্রবার সকালে নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া আব্দুর রহিম চরচান্দ্রা গ্রামের আবুল মাদবরের ছেলে ও আরাফাত একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে। তারা দুজনই চরচান্দ্রা এলাকার একটি মাদরাসার ছাত্র ছিল।
Advertisement
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গোসল করতে গিয়ে বাল্কহেড থেকে শিশুরা লাফিয়ে পানিতে পড়ছিল। তখন স্রোতের টানে দুই শিশু বাল্কহেডের নিচে চলে যায়।
কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একেএম নাসির/এসআর/এএসএম
Advertisement