একুশে বইমেলা

বইমেলায় `একজন তালবেলেমের চিঠি`

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে আনিসুর বুলবুল-এর গল্পগ্রন্থ `একজন তালবেলেমের চিঠি।` ১৫টি ঝরঝরে গল্প নিয়ে প্রকাশিত গ্রন্থটি মেলায় নিয়ে আসছে বেহুলাবাংলা প্রকাশনী। আনিসুর বুলবুল পেশায় একজন সাংবাদিক। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠে সহসম্পাদক পদে কর্মরত। আনিসুর বুলবুলের ভাষায়, `বিভিন্ন সময় লিখেছি। লেখালেখিটা আমার নেশার মতো। লিখেছি জীবনের গল্প। মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু অনুভব করেছি, দেখেছি রাস্তাঘাটে নির্মম প্রতারণা, দেখেছি জীবনযুদ্ধ। জীবনে ছুঁয়ে যাওয়া প্রেম নিয়ে বিভিন্ন সময় লিখেছি। বন্ধুত্ব, আমার জীবনে পরম পাওয়া শব্দ। পূর্ণাঙ্গভাবে বন্ধুত্বের গল্প লেখা হয়নি কিংবা সেগুলোকে পূর্ণতা দেওয়া হয়নি। এই বইয়ে একদম নিজের মতো করে অকপটে লিখে ফেলেছি সেইসব গল্প। খুব কাছ থেকে অনুভব করা সত্যগুলো রাঙতায় মোড়ানোর চেষ্টা করেছি। দুর্বোধ্যতাকে এড়িয়ে গিয়েছি। চেষ্টা করেছি প্রাঞ্জল করার। পাঠক সহজভাবে গ্রহণ করলেই স্বার্থকতা খুঁজে পাবো।` চারু পিন্টুর প্রচ্ছদ করা `একজন তালবেলেমের চিঠি` বইটি পাওয়া যাবে মেলার বেহুলাবাংলার স্টলে ও রকমারি ডটকমে।এইচএন/এমএস

Advertisement