দেশজুড়ে

মেয়রের দায়িত্ব নিলেন বেবী

নির্বাচনে বিজয়ী হওয়ার দুই মাস পর বান্দরবানের পৌর মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন আওয়ামী লীগ নেতা ইসলাম বেবী। মঙ্গলবার সকালে বান্দরবান পৌরসভা ভবনের সম্মেলন কক্ষে সাবেক মেয়র জাবেদ রেজার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্বগ্রহণ করে নব-নির্বাচিত পৌর মেয়র ইসলাম বেবী বলেন, জনগণ যাতে সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে দৃষ্টি থাকবে। গড়ে তোলা হবে জবাবদিহিতামূলক প্রশাসন। নাগরিক সুবিধা দিতে পৌরসভা বদ্ধ পরিকর। গত ৩০ ডিসেম্বর প্রথম শ্রেণির বান্দরবান সদর পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে আট হাজার ৭০৩ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের ইসলাম বেবী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মিজানুর রহমান বিপ্লব ৪ হাজার ৪৫৮ ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির জাবেদ রেজা পান ৩ হাজার ৪১৫ ভোট। গত ২৪ জানুয়ারি বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চট্টগ্রামের সার্কিট হাউসে শপথ গ্রহণ করেন। একই তারিখে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন।সৈকত দাশ/এমজেড/এমএস

Advertisement