চলতি জিম্বাবুয়ে সফরটা ভুলে যাওয়ার মতো কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের মধ্যে দুইটিতে পরাজয়, ওয়ানডেতে দুই ম্যাচেই দুই পরাজয়; সবমিলিয়ে পাঁচ ম্যাচের চারটিতে হেরে কোণঠাসা অবস্থায় রয়েছে টাইগাররা। আজ এ সফরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
Advertisement
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। এছাড়া বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় কোনো পয়েন্টও নেই এ সিরিজে। তাই শেষ ম্যাচটি একপ্রকার নিয়মরক্ষারই বলা চলে। তবে বাংলাদেশ দলের বিচারে এর মাহাত্ম্য রয়েছে আলাদা।
কেননা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এটি ৪০০তম ম্যাচ হতে চলেছে। এখন পর্যন্ত ৩৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ১৪৩ ম্যাচে আর পরাজয় ২৪৯টিতে, ফল আসেনি বাকি সাত ম্যাচে। তাই সিরিজের বিচারে নিয়মরক্ষার হলেও তামিম ইকবালদের জন্য আজ মাইলফলক ছোঁয়ার ম্যাচ।
বিশ্বের দশম দেশ হিসেবে ৪০০ ওয়ানডে খেলতে চলেছে বাংলাদেশ। সর্বোচ্চ ১০০৮টি ওয়ানডে খেলেছে ভারত। এছাড়া ৯০০'র বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া (৯৬৬) ও পাকিস্তান (৯৪২)। জয়ের বিচারে এগিয়ে অস্ট্রেলিয়া, তারা জিতেছে ৫৮৪ ম্যাচ। ভারতের জয়ে ৫২৬ ম্যাচে।
Advertisement
এদিকে আজকের ম্যাচটি হারলে ওয়ানডেতে এটি হবে বাংলাদেশের ২৫০তম পরাজয়। আর সেক্ষেত্রে এই ফরম্যাটে বাংলাদেশের সমান ১৪৩ জয় হয়ে যাবে জিম্বাবুয়ের। তারা এখন পর্যন্ত ৫৪৬ ম্যাচ খেলে ৩৮৪ পরাজয়ের বিপরীতে জয় পেয়েছে ১৪২টি ওয়ানডেতে।
উল্লেখ্য, ২০০৪ সালে নিজেদের ১০০তম ওয়ানডেতে ভারতকে ১৫ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। পাঁচ বছর পর ২০০তম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ৩ উইকেটের ব্যবধানে। ২০১৫ সালের বিশ্বকাপে ৩০০তম ওয়ানডেতে ভারতের কাছে পরাজয় ছিল ১০৯ রানে। আজ ৪০০তম ম্যাচে কী হয় সেটিই দেখার।
এসএএস/জেআইএম
Advertisement