একুশে বইমেলা

বইমেলায় সাইয়েদ জামিলের দুটি কাব্যগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলা ২০১৬-তে প্রকাশিত হচ্ছে এ সময়ের আলোচিত কবি সাইয়েদ জামিলের দুটি কাব্যগ্রন্থ। আলোঘর প্রকাশনী থেকে ‘হারানো প্রেমিকার মুখ’ এবং ‘নিয়ম না মানা মাস্টার’ বইটি প্রকাশিত হচ্ছে ‘চৈতন্য প্রকাশনী’ থেকে।সাইয়েদ জামিল মূলত একজন কবি ও গীতিকার। তার কাব্য ভাবনা গতানুগতিক চিন্তার মতো নয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে সে কবিতায় ব্যবহার করেছেন সহজ সরল শব্দে। প্রথম কাব্যগ্রন্থটি ‘রাষ্ট্রবিরোধী গিটার’ সাহিত্য মহলে বেশ আলোচিত হয়। ‘কায়কাউসের ছেলে’ বইটি নিয়ে পক্ষে-বিপক্ষে রয়েছে নানা বিতর্ক। এরপর বোদ্ধামহলেও এ নিয়ে ব্যপক সমালোচনা পর্যালোচনা হয়েছে। কারণ, ‘কায়কাউসের ছেলে’ বইটি ‘প্রথম আলো- জীবনানন্দ দাশ’ পুরস্কারে মনোনিত হয়েছিল। পরবর্তীতে পান্ডুলিপির কয়েকটি কবিতা নিয়ে সমালোচনা হওয়ার কারণে পুরস্কারটি কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেন।পরবর্তীতে ‘চৈতন্য প্রকাশনী’ থেকে বইটি প্রকাশিত হওয়ার পর বেশ জনপ্রিয়তা পায়  ‘কায়কাউসের ছেলে’ নামক বইটি। ‘হারানো প্রেমিকার মুখ’ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন শতাব্দী জাহিদ। ‘নিয়ম না মানা মাস্টার’ এর প্রচ্ছদ শিল্পী কবি নিজে।এইচএন/পিআর

Advertisement