পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণকে উসকানি দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র। মঙ্গলবার (৯ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
মুখপাত্রের তথ্য অনুযায়ী, পিটিআই নেতা শাহবাজ গিলের বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য অভিযোগ ছাড়াও এফআইআর-এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের প্রধানদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার ধারা যুক্ত করা হয়েছে।
পিটিআইয়ের এই নেতা একদিন আগে এআরওয়াই নিউজে কথা বলার সময় পাকিস্তান সেনাবাহিনীতে ঘৃণা উস্কে দেওয়ার চেষ্টা করেন।
প্রতিবেদনে বলা হয়, গিল সাংবাদিকদের বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করেন ও সিনিয়র আমলাদের হুমকিও দিয়েছিলেন। তিনি তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েন না।
Advertisement
এদিকে ইমরান খান তার দলের নেতা ও অন্যতম সহযোগী গিলের গ্রেফতারকে অপহরণ হিসেবে আখ্যায়িত করেছেন।
এমএসএম/এএসএম