স্পট ফিক্সিং কেলেংকারিতে জড়িয়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিমিত ওভারের সিরিজ দিয়ে আবার পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। ফিরেই আদায় করে নিয়েছেন দলের প্রধান কোচ ওয়াকার ইউনুসের ভূয়সী প্রশংসা। তার মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস হয়ে উঠতে পারেন এ পেসার।ওয়াকার বলেন, ‘তরুণ বয়সেও সে (আমির) চতুর বোলার ছিল। সে এখনো পেস বোলারদের মধ্যে সেরা। আগামী দিনগুলোতে আরো ভালো করবে এবং ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’টানা দুটি সিরিজ হেরেছে পাকিস্তান। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারলেও উপমহাদেশীয় কন্ডিশনে পাকিস্তান দলকে হিসেবের বাইরে রাখা যাবে না বলেন ওয়াকার। এ প্রসঙ্গে আরও বলেন, ‘ম্যাচের ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ বড় একটি ইভেন্টের আগে আমরা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেছি। ভারতের মাঠে পাকিস্তান দল আরও ভালো খেলবে।’টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য দলের ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে নিজের পরিকল্পনার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন ওয়াকার। গত দুই সিরিজেই পাকিস্তানি খেলোয়াড়দের ফিটনেস এবং মাঠে ফিল্ডিং সমস্যা প্রকটভাবে ফুটে উঠেছে।আরটি/এআরএস/পিআর
Advertisement