জাতীয়

দেশের বিশ্ব ঐতিহ্যগুলো সংরক্ষণের তাগিদ প্রত্নতত্ত্ববিদদের

দেশের বিশ্ব ঐতিহ্যগুলোকে ইউনেস্কোর দিকনির্দেশনা মেনে সঠিকভাবে সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরার তাগিদ দিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

Advertisement

সোমবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মিলনায়তনে ১০ দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত বলেন, পাহাড়পুর বৌদ্ধ বিহারসহ অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনার সঠিক সংরক্ষণ অত্যন্ত জরুরি। তিনি এসব স্থাপনার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যের প্রতি সচেতনতা তৈরিতে স্কুল পর্যায় থেকে এ বিষয়ে সচেতনতামূলক শিক্ষা কার্যক্রম শুরু করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।

স্থপতি ড. এ এস এম আমিনুর রহমান বলেন, দেশের অমূল্য এসব ঐতিহ্য পত্নতাত্ত্বিক সম্পদের সঠিক সংরক্ষণ এবং এর অপার সম্ভবনাকে কাজে লাগানোর জন্য অংশীজনের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্টদের জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Advertisement

চলচ্চিত্রকার ও স্থপতি মসিউদ্দিন শাকের বলেন, প্রতিটি ঐতিহ্যের পেছনে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর বহু মানুষের মেধা, পরিশ্রম ও ত্যাগ। তাই এসব সম্পদ রক্ষণাবেক্ষণ করার সময় মূল জিনিসটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করেন এমন একদল গবেষক, ছাত্র, বিশেষজ্ঞ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা দেশের প্রত্নতত্ত্ব স্থাপনাগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন এবং এসব সংরক্ষণে সঠিক গবেষণা ও যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স (ডব্লিউএইচভি) ক্যাম্পেইন ২০২২ এর আওতায় ‘মাইন্ডফুলনেস প্র্যাকটিস ইন হেরিটেজ কনজারভেশন অ্যাট দি রুইনস অব বুদ্ধিস্ট বিহার অ্যাট পাহাড়পুর’ প্রতিবাদ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থাপত্য নকশা প্রণয়ন-পরামর্শ প্রদান ও প্রত্নতত্ত্ব গবেষণা সংস্থা নগর উপাখ্যান-পারসিভ ও ওয়ান কালচার ফাউন্ডেশেন এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর সারাবিশ্বের ২৯টি দেশের ৪৪টি সংস্থা একযোগে এই ক্যাম্পেইন পরিচালনা করছে। বাংলাদেশ থেকে পারসিভ এ বছর এই ক্যাম্পেইন আয়োজনের জন্য নির্বাচিত হয়।

Advertisement

নগর উপাখ্যান-পারসিভ এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাতিহা পলিন এবং ওয়ান কালচার ফাউন্ডেশনের শাহিদুল ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা সুলতানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এএএম/ইএ/জেআইএম