মাসিক মুকুল সম্পাদক, ছড়াকার লুৎফুর রহমানের দুটি ছড়ার বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। একটি ভালবাসার অণুছড়ার অন্যটি শিশুতোষ ছড়া। ভালবাসার অণুছড়া `ভালবাসা ডটকম` বের করেছে ঢাকার জুঁই প্রকাশ (আজিজ ইবনে গণি) এবং শিশুতোষ ছড়া `বর্ণমালার ছড়া` বের করেছে বাংলাদেশ সোস্যাল ক্লাব, দুবাই। বইদুটো মেলায় লিটলম্যাগ কর্ণার, ম্যাগনাম ও প্রতিভা প্রকাশের স্টলে পাওয়া যাবে।এর আগে লুৎফুরের মোট ৪টি ছড়ার বই বের হয়েছে। রোমান্টিক ছড়াগ্রন্থ `স্বপ্নবালিকা` (২০১১), সিলেটী আঞ্চলিক ভাষার `সুরমা ফারর ছড়া` (২০১৩), লাল-সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া (২০১৩) সমকালিন ছড়াগ্রন্থ `তেলমারো` (২০১৪)। এছাড়া ২০১৫ সালে `আমিরাতের পথে-ঘাটে` নামে একটি ভ্রমণগ্রন্থ বের হয়।লুৎফুর মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে দিতে অনলস কাজ করছেন। তার লাল-সবুজের ছড়া সিরিজের দ্বিতীয় বই `লাল-সবুজের ছড়া: সিলেট থেকে` আসছে ২০১৭ তে। একাত্তরের গণহত্যার ইতিহাস নিয়ে বাংলা সাহিত্যে তিনিই প্রথম এ বই প্রকাশ করেছেন। এর আগে বিয়ানীবাজারের গণহত্যা নিয়ে লেখা ছড়ার বইয়ের জন্য ঢাকা থেকে `শহীদ বুদ্ধিজীবী পদক` লাভ করেছেন। লুৎফুর সিলেটের বিয়ানীবাজার নিদনপুরের সন্তান। তিনি দুবাইতে বাস করেন। সেখান থেকে তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে মাসিক মুকুল।এইচএন/এমএস
Advertisement