জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছে। আজ (সোমবার) সিঙ্গাপুরের রেফেলস হাসপাতালে এই অস্ত্রোপচার করেন ডা. অ্যান্থনি ফু।
Advertisement
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সোহান। উইকেটকিপিংয়ের সময় পেসার হাসান মাহমুদের একটি বলে হাতে আঘাত লাগে তার। ফলে সিরিজ থেকে ছিটকে পড়েন।
সিঙ্গাপুরে আজ অস্ত্রোপচারের সময় সোহানের সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে সেরে উঠতে।
মঙ্গলবারই সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন সোহান।
Advertisement
এমএমআর/এমএস