জাতীয়

ননী ও তাহেরের রায় : নিরাপত্তা জোরদার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার রাজাকার কমান্ডার মো. ওবায়দুল হক তাহের ও তার সহযোগী রাজাকার আতাউর রহমান ননীর মামলার রায় আজ (মঙ্গলবার)। রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।এদিকে ট্রাইব্যুনালের পূর্ব নির্ধারিত আদেশ অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাহের ও ননীর রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল।মঙ্গলবার সকাল থেকে হাইকোর্ট এলাকা ও এর আশেপাশে এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, প্রেসক্লাব থেকে হাইকোর্ট মাজার গেট পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট মাজার গেটের প্রবেশের দুটি গেটেই পুলিশের পুরুষ এবং নারী সদস্য মোতায়েন রয়েছে।হাইকোর্ট চত্বরে আসা সর্ব সাধারণের ব্যাগ তল্লাশি করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাজোয়া যান (আর্মড পার্সোনাল ক্যারিয়ার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুলান-১ এর গেটেও মোতায়েন করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য।শাহবাগ থানার কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, রায়কে কেন্দ্র করে যাতে কেউ অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তাই পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।এআর/আরএস/পিআর

Advertisement